জানিনা কেনযে এখনো তোমাকে ভাবি
যদিও আকাশ মেঘের স্মৃতিতে ঢাকা,
বৃষ্টির মতো অশ্রু কণারা ঝরে;
শুন্য নদীটা চৈত্রের মতো খাঁখাঁ।
আমার আকাশ রইল আমার কোথা!
তোমার চুলের বেণীতে ঝুলছে নীল,
ভেবেছি বুনবো বাবুই পাখির বাসা,
মগডালে হাসো ধারালো নোখের চিল।
কিভাবে পারলে এতোটা পাথর হতে?
হৃদয়ে গেঁথেছ তীব্র বিষের ছুরি;
বৃক্ষের মতো একলা জীবন কাটে,
কে দেবে ফিরিয়ে আমার বছর কুড়ি?
চোখের চিঠিতে ভালবাসি বলেছিলে,
হৃদয়ে সেঁটেছ ছলনার পোস্টার।
সকল পথেই ছাত্র হয়েই আছি,
চিরকাল তুমি গণিতের মাস্টার;
চিরকাল তুমি গণিতের মাস্টার!