উৎসর্গঃ আমার পীরের চরণ কমলে
.
সুনীল আকাশে পাখিরা উড়েছে,
প্রাণের পাতায় রোদ,
ক্রমশ বেড়েছে মেঘের টুকরো,
দ্বিধা-টলমলে বোধ!
.
ইঁটে ছাপা পড়া রুহের সবুজ,
থরথর কাঁপে নাভি।
পাথুরে মগজে মজবুত তালা,
পরের হাতেই চাবি।
.
শেয়ালের ডাকে নদীতে নামছে
গহীন নিযুম রাত।
পায়রার গলে গোখরো রাখছে
নগ্ন নীরব হাত।
.
দাঁড় হাতে মাঝি, কেন চুপচাপ!
রেখোনা ফারাক আর;
সাক্ষী দয়াল, তোমার প্রণয়
নহে নহে আজিকার!
.
ছড়ি তুলে নাও, দিশারী রাখাল
কেউ নেই তুমি ছাড়া।
পথহারা মেষ, সন্ধ্যা নামছে,
তরাও তাহারে ত্বরা।