কল্যানীয়াসু,

কত দিন দেখিনা তোমারে,
দেখিনা সেই হাসিমাখা চেহারারে।
কী ভাবেই বা দেখিব,আমি অনেক দূরে?

আমি চলে আসাতে খুশি হয়েছো জানি,
দুঃখ,কষ্ট লয়ে আমি শুধু ফেলি চোখের পানি।

পড়ে থাকবে না আর চিঠি পথের ধারে,
রাগ,গালাগালি করতে হবে না বারেবারে।

ভুতের মত সামনে হাজির হবো না আর,
ক্ষতিও করিব না তোমার।

জানি তোমায় নাহি পাবো,
তবুও দূর থেকে ভালবাসবো।

ওগো মোর প্রিও,
পত্রশেষে একটা চুমু নিও।