তুমি আমার হৃদয়ের সাগরের মাঝে জেগে উঠা স্বপ্নের দ্বীপ,
অন্ধকারে জ্বলে উঠা এক বিস্ময় প্রদ্বীপ।
তুমি শহরের মস্ত দালানের ছাদ থেকে দেখা সন্ধার রবি,
তুমি শিল্পীর তুলির আঁচড়ে যত্নে আঁকা ছবি।
তুমি ঝাকড়া চুলের এক কিশোর কবির কবিতার শেষ চরণ,
তুমি এক পাগল প্রেমিকের সাজানো স্বপন।
তুমি অভগ্ন বিলের বুকে ফুটে উঠা এক নীলপদ্ম,
তোমার রুপের মায়ায় আমার পরাণ স্তব্ধ।
তোমার হাসিতে ঝর্ণা হেসে উঠে,মরে যাওয়া পাতাও হয়ে উঠে সতেজ,
তোমার মায়াবী চাহনিতে আছে শক্তি, জয়ের আমেজ।
তোমার এলোকেশী চুলের ঘ্রাণে এ প্রেমিক হৃদয় উঠে ভরে,
আকাশের নক্ষত্রমালা আর চন্দ্র -তারাও তব রুপে হারে।
তোমাকে নিয়ে লেখা যাবে সহস্র মহাকাব্য তবুও শেষ হবে না পাতা,
তুমি তো তুমিই নিজের উপমা, সুন্দরের ছন্দে গাঁথা।