দূর মসজিদে আজান হাকিছে মুয়াজ্জিন
তিমির রাত্রির অবসান,শুরু নব দিন
পূব দিগন্তে রবি উঠে উঠে
কাননে কুসুম ফুটে।
কুহেলী ঘেরা চারিপাশ
শিশিরে ভেজা দুবঘাস
বিলের পথে হাঁস সারি সারি
খেজুরের গাছে বাধা হাড়ি
মৌ মৌ সুঘ্রাণ
পাখিদের মুখে প্রভাতের গান
মাঠ জুড়ে সোনালী ধান।।
নদীর ধারে নাও বাধা
এপার হতে ওপার
শুধুই ধু ধু সাদা
মাঝে মাঝে সাদা বক
নদীর জলে করে ঝকমক
মাছরাঙা শিকারের খোজে
কৃষকেরা কৃষি কাজে।
ছোট ছোট ছেলে-মেয়ে
বৃক্ষ তলায় আছে দাড়িয়ে
যদি পড়ে ফুল-ফল নিবে কুড়িয়ে
হেঁটে চলছে রাখাল
নিয়ে পশুর পাল।
ছোট কিছু
জ্ঞান পিপাসু
মক্তবে যায় ছুটে
কায়দা খানি নিয়ে বুকে
নিরক্ষরতার অভিশাপ টুটে
আলোর মশাল আনতে।
বাতায়ন খুলে
বসে আছি আঁখি মেলে
অবাক দৃষ্টিতে।