আমি যতবার হাসির কাছে যেতে চেয়েছি,
ততোবারই আমি অশ্রু ঝরিয়েছি।
যতবার আমি পেতে চেয়েছি সুখের ছোঁয়া,
আমি পাইনি সুখ,পেয়েছি কষ্টের বিষাক্ত কালো ধোঁয়া,
কারণ,পৃথিবীটা যে আমার বিপরীত।
গরম কে অনুভব করতে যেয়ে,অনুভব করি শীত_
শীত কে অনুভব করতে যেয়ে,অনুভব করি গরম,
শক্ত কিছুকে ছোতে যেয়ে,ছোয়ে ফেলি নরম।
নতুন কিছু সৃষ্টির উন্মদনায় যখন আমি হাসি,
তখন আমার পুরোনো সৃষ্টিগুলো ধংসের স্রোতে যায় ভাসি।
কাউকে যখন ভালোবেসে জড়িয়ে রাখি বুকে,
তখন ঘৃণায় বিষাক্ত ছুরি মারে পিছ থেকে।
কারণ,পৃথিবীটা যে আমার বিপরীত।
আমি দেখতে জীবন্ত তবে মৃত।
যখন সবাই কৃতকার্য তখন আমি অকৃতকার্য,
আমি পিছ পা হয় না যখন মৃত্যু অনিবার্য।
আমার রাজ্যের সকল প্রবেশদ্বার সবার জন্য খোলা,
কিন্তু আমার জন্য সব দ্বারেই বিশাল তালা ঝোলা।
আমি ভূমিকা শুরু করার_
আগেই।হয়ে যাই উপসংহার।
আমি গোধূলীর আলোকে খুজতে গিয়ে,
ঘোর অন্ধকারে থাকি দাড়িয়ে।
আমি আকড়ে ধরতে চাই শুদ্ধতাকে,
কিন্তু ভুল ছাড়ে না আমাকে।
আমি মোর সকল অভিমান,অনুযোগ রাখতে চাই প্রসন্ন শহরে,
কিন্তু সে শহরের দাড়োয়ান উন্মুক্ত করে দিতে চায় সবকটি দ্বার সবার তরে।
আমার প্রেম সবার জন্য ঠিকই,
কিন্তু সবাই আমার জন্য বিরহ।
আমি হাটতে গেলে চেনা পথে,
পথ হয়ে যায় অচেনা।
আমি গান গাইতে গেলে কন্ঠ হয় বিলীন,
আমি কবিতা লিখতে গেলে শব্দরা সব হারিয়ে যায়,
বাজেনা বাজাতে গেলে অগ্নিবীন।
আমি জোনাক পোকা ধরতে গেলে ফুরিয়ে যায় আলো,
চাঁদকে দেখতে গেলে চাঁদ হয়ে যায় কালো।
কারণ,পৃথিবীটা যে আমার বিপরীত।