১. শ্রমিক
আমার দেশের শ্রমিক
সবাই সৎ নির্ভীক
আমার দেশের শ্রমিকের করি বন্দনা
আমি বিপদে শ্রমিককে দেই শান্তনা
শ্রমিকরা দূর্বল বলে
তাদেরকে কষ্ট দিলে
আমি থাকব নাকো শান্ত
আমি হব বিদ্রোহী ক্লান্ত ।
২. ভয় নাই
ভয় নেই তো মোর অন্তরে,
বাঙালি বীর বেশে থাকব সদা রণপ্রান্তরে ।
হয় হোক আমার রক্তের বান,
আমি তো বাঙালি মায়ের প্রান ।
আমি করব জয় ওরা ভান্তরে,
যতক্ষন থাকবে জীবন রণপ্রান্তরে ।
করে করুক যত কৌশল,
বলি জয় বাংলা ধ্বনি হবেরে অচল ।
শত্রুবাহীনী হার মানিবে যুগ-যুগান্তরে,
আমি যুবক জলন্ত তেজ নিয়ে করব বাংলা শান্তরে ।