শিশিরে ভেজা সবুজ ঘাসে,
নয়নের উষ্ণ জল ভাসে।
ক্ষনিকের আলো নিভে মৃত্যু আধার নামে,
শিকলে বাঁধা রুহ নিতে আসে যমে,
অতঃপর!একটি মৃত্যু এবং হাহাকার,
সমাধি দিতে হাযার লোকের সমাচার।
কৃষ্ণকলি ঝরে ঝর পড়ে,
আঁকাশের ভেলায় ঝরে যাওয়া ফুল উড়ে।
ঘাসের ওপর জমাকৃত শিশিরগুলি,
মেখে নেয় ধূলিবালি।