মানুষ :

মশা তুই ভয়ংকর,

কামড়ালে হবে ডেঙ্গুজ্বর,

কাছে আছিস না যা সর,

আসলে ধপাস দিব থাপ্পড়,

মশা :

যদি সুযোগ করে দিস,

তাহলে ফুটাবই ত তর গাত্রে বিষ,

তাই সাবধানে থাকিস,

ঘুমানোর আগে মশারী টানিয়ে নিস,

আর দেখিস,

বাড়ির আশেপাশে জমে আছে কী জল,

পুরনো টায়ার,হাড়ি,বোতল,

থাকলে করিস অপসারণ,

তাহলে মশা করবে না জন্ম গ্রহন,

ডেঙ্গু হবে কতল,          

সুখে শান্তিতে থাকবে সকল।