বিশ্ব যখন করোনা আতঙ্কে
বাঙালি তখন ছুটি পেয়ে মুক্তির মহানন্দে
পৃথিবী জুড়িয়া করোনার হুংকার
সরকার তাই করিলো হুশিয়ার
করিয়া বন্ধ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান
থাকিতে কহিলো ঘরে বসে সাবধান
কিন্তু কেবা শুনে কাহার কথা
বাঙালি চলছে যথাতথা
শহর ছাড়িয়া গ্রামে আসি
ট্রেন -বাসে করে ঠাসাঠাসি
কিসের করোনা কিসের কি
আগে যাইবো বাড়ি
করিলে প্রশ্ন বাঙ্গালীরে,বলে আমরা বীর
তাহা হবেই আছে যাহা তকদির
যেখানে বিশ্ব কাঁপিছে থর থর
সেখানে বাঙালির মনে নাই কোন ডর
জীবিকার সন্ধানে
করোনার ভয় নাই মনে
কিসের হ্যান্ড স্যানিটাইজার, কিসের মাস্ক
কিসের সতর্ক, কিসের সাবধানতা
আগে দূর করো ক্ষুধার ব্যথা।