আজ কোথায় হুঙ্কার তোমার মুসলিম
অসহায় আজ নির্যাতনে হিমশিম।
গগন সমীরে রক্তের ঘ্রাণ,
জালিমের বুলেটে মযলূমের অকাতরে যাচ্ছে প্রাণ।
চারদিকে ধোঁয়া কালো বিষাক্ত ধোঁয়া
সভ্যতাকে আজ করেছে ধাওয়া।
যুগের পর যুগ কেটে আবার এসেছে জাহিলিয়্যা
মানবতা পেয়েছে উপাধি বেহায়া।
ওহে মুসলিম রয়েছো ঘুমিয়ে।জাগবে কবে!
মুসলিম জাতি ধ্বংস হবে যবে?
এত বিজয়,এত বীর যাহাদের ডরিত সবে,
স্মৃতি বদর,ওহুদ প্রান্তরের ধূলি
তাহলে কী এসব রূপকথার বুলি!
না!না!না তা হতে পারে না
ইসলাম কভু মিথ্যা হতে পারে না।
তাহলে কোথায় হামজা,খালীদ,উমর,
যাহাদের ভয়ে কাঁপিত কাফের থরথর।
কোথায় হাজী শরিয়ত আর কোথায় তিতুমীর,
জাহিলিয়্যার দ্বার কেটে।উঁচু কর শীর!
কসম!মযলূমের আর্তনাদের,
কসম!শহিদের তাজা রক্তের।
আবার হবে বদর ওহুদের
সেই যুদ্ধ!
জাগরে জাগ।জালিমের কারাগারে আর নয় রুদ্ধ।
বাজছে জেহাদের বীণ,
সামনে আসবে সুদিন।
আল্লাহ আকবর তাকবীর দিয়ে,
জেহাদের পাণে চল এগিয়ে।
আকাশে উড়াবো তাওহীদি নিশান,
ওহে মুসলমান!
নিজ প্রাণ দিয়ে কুরবান,
জাহিলিয়্যা যুগের করবো অবসান।