কত মানুষ কত কিছু ধার চাই,
কেবল দুঃখগুলো কেউ ধার চাই না।
আমি যে ওদেরকে বলতে পারি না আমার কাছে
ওত টাকা নেই,ওত পয়সা নেই আর ওত ভালোবাসাও নেই,
তারা কিছুতেই বুঝতে চাই না
কেবল চাই আর চাই।
অথচ আমি দুঃখের বাদশাহ দুঃখের অভাব নেই,
আসলে কী যেটা নেই কিংবা অল্প
মানুষ তার দিকেই ঝুকে,
সেটা পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে যায়।
অথচ আমার কত দুঃখ,কত বড় দুঃখের রাজ্য আমার
কিন্তু কেউ একটু দুঃখ নিতে চাই না,
কেউ একটু দুঃখের রাজ্যের
ভাগ নিতে চাই না।
অথচ মানুষ পয়সার জন্য, রাজ্যের জন্য
কতই না মারামারি-কাটাকাটি যুদ্ধ করে।
কিন্তু মানুষ কেবল দুঃখ থেকে পালিয়ে থাকতে চাই,
আচ্ছা! দুঃখ কী এতই খারাপ?
দুঃখ মানেই কী শেষ?