১.
ঐ পশ্চিম গগনে হাসিয়াছে বাঁকা চাঁদ
আনিয়াছে বয়ে মুক্তির শুভ সংবাদ
পাপের মহাসাগরে যাহারা হারায়াছে
তাহাদের খোজে রামাযান আসিয়াছে
কোথায় হে পাপী-তাপী মুসলমান
তওবা করো যদিও তোমার পাপ হয় পাহাড় সমান
'রামাযান' নামক ভেলায় চড়ে
আয়রে আয় ডাঙায় উঠে
এই রে সঠিক সময়! ওহে মুসলমান
খোদার হুকুম মেনে হও রে পূণ্যবান।

২.
উঠেছে ঈদের বাঁকা চাঁদ,
দিয়ে সব বাদ,
দেখিতে আয় মুসলমান,
চারদিকে বইছে খুশির বান ।
শুভ্র চাঁদ আজ পশ্চিম অন্তরিক্ষে,
খুশি বইছে আজ হৃদে, বক্ষে
আজ সবাই ঈদের খুশিতে দুরন্ত
মনে যে বেশ আনন্দ
সবার খুশির ঈদ মোবারক
শান্তিতে সফল হোক।