শরৎ তোমার অরুণ আলোয়
হৃদয়  তোলে নাড়িয়ে ,
শরৎ তুমি আমার হৃদয়
কবেই নিয়েছ কাড়িয়ে ।

শরৎ মানেই খোলা আকাশ
শুভ্র মেঘের ভেলা ,
নীল আকাশের নিচে
সাদা মেঘের , লুকোচুরি খেলা ।

শরৎ এলেই ফুটবে দেখো
কত কাশ ফুল ,
হেলে হেলে দুলবে ক্ষেত
তার যে নাই তুল ।

শরৎ এলো গাঁয়ের বাঁকা
মেঠো পথের কিনারায় ,
দূর্বা ঘাসের পথ পেরিয়ে
কৃষাণ বধু আঙিনায়