এই যে তোমার সাথে দেখা হলো একশ বার
প্রায় ছত্রিশ খানা লাল গোলাপ
ডজন খানিক জবা এক মুঠো বকুল দিয়ে।
শিউলি ফোটা ভোরে,
কিন্তু, কি অদ্ভুত প্রেম হলো না।

রিক্সার হুট ফেলে জ্যোৎস্না রাতে তারা গুনেছি
হেঁটেছি  পাতা মর্মর রাস্তায়
খোঁপায় বেলি ফুল  গুঁজে  দিয়ে আকাশ দেখি
ফুটপাতে এক সাথে বসে খাওয়া হলো ফুচকা
তবুও, প্রেম হলো না।

পশলা বৃষ্টিতে নির্ঝর রাস্তায়
পাশাপাশি হেঁটেছি ,
আঙুলের ফাঁকে  আঙুল দিয়েছি
তাকিয়েছি ঠিক ততক্ষণ
যতক্ষণ লজ্জায় পলক পড়েনি।
কিন্তু প্রেম হয় নি।

বিলের ধারে রেল লাইনে দুই পাশে দু'জন
গুনে গুনে পা ফেলছি,  
হাতে শরতের কাশ ফুল
তুমি গুনগুন করে গেয়েছিলে মল্লিকা বনে
আমি বলছিলাম অপুর্বের আলাদা
কিন্তু, তবুও প্রেম হয় নি!

গান শুনেছি রবীন্দ্রনাথের  
আজি ঝড ঝর মুখর ও....  
হেমন্ত মুখোপাধ্যায় ও নজরুল দু চার লাইন।
জীবনানন্দের প্রেম বিলাসী  কবিতা
নির্মলেন্দু গুণের আবেদনময়ী দু চার লাইনের নৈরাশ্য
কিন্তু, প্রেম হয় নি।

বৃষ্টিতে ভিজেছি ছাদে
তুমি বায়না ধরেছিলে ভিজবে বলে
বৃষ্টি শেষে তোমার হাতের স্পর্শের লাল চা
বেলকুনিতে বিভূতিভূষণের পথের পাঁচালি
তুমি চায়ের কাপের চুমুক দেওয়া দৃশ্য দেখছিলে
দূর থেকে লুকিয়ে,
কিন্তু, প্রেম হল না

এক গুচ্ছ রজনীগন্ধা তোমার খোঁপায়
নীল শাড়ির লাল পার
কপালে কালো টিপ পড়ে বসন্ত রূপে এসেছিলে
আমি তাকিয়ে ছিলাম তোমার চোখে
এক গুচ্ছ চুল তোমার কপাল বেয়ে পাপড়িতে  ঝুলছে
আমি সরিয়ে দিব বলে তুমি লজ্জায় চোখ রাখছিলে নিচে
কিন্তু, কি আফসোস প্রেম হলো না,