হেমন্তের এই দিনের শেষে
এলো শীতের গান,
খেজুর পাতার মিষ্টি রোদে
উঠান কলতান।

দূর্বা ঘাসে শিশির কণায়
শীতের শিহরন,
সকাল বেলার মিষ্টি রোদে
সতেজ করে মন।

রং তুলিতে শিল্পী আঁকে
শীতের বিচরণ,
মাঘের শীতে বাঘ কাঁপিয়ে
কাঁপায় সবুজ বন।

এই শীতেতে কেউ খালি গায়
কেউবা পোশাক পরা,
এই শীতেই কেউ খেটে খায়
কেউবা লেপে মোড়া।