শীত এসেছে শীত
গরম কাপড় মাথায় টুপি
হালকা বিয়ের গীত।
গাঁও গ্রামে আগুন তপায়
দিয়ে খর আর কাঁঠ,
ভিজে গেছে গাছের পাতা
রাস্তা পথ ও ঘাট।
শীতের সকাল খেজুর রসে
গরম ভাপা পিঠা,
হালকা রোদে রোদের দরদ
লাগে বড় মিঠা।
ঠান্ডাতে হাত পা টাঠায়
হীম হয়ে যায় পাও।
কেউ পরেছে চাঁদর হুডি
কেউবা খালি গাঁও।