মৃত্যু অবধারিত জেনেও
আমি আমার উলঙ্গ মনে
বাঁশের খিল লাগাই।
জীবনের ধানক্ষেতে
কাকতাড়ুয়ার আনাগোনা
যেখানে পাখির পালকের মতো
ডানা ঝাপটায় কাকাতুয়া।
দিয়াশলাইয়ের সব কাঠি শেষ
পুতুল নাচের মতো নাচে পরাণ।
আমার প্রেমালঙ্কার নেই।
প্রতিটা লোমের গোড়ায়
বিঁধেছে চিরুণীর দাঁড়।
মৃত্যু অবধারিত জেনেও,
কাঁটা চামচের মতো হাত বাড়াই।
কবরের পাশে লেখা থাকবে নাম
দেওয়ালের একপাশে শ্যাওলার বাস,
আমি নেই, নেই অস্তিত্ব আমার
কুড়ে কুড়ে খাবে স্মৃতির অ্যালবাম।
ল্যামপোস্টে নিভে যাবে আলো
আইসক্রিমের মতো নুয়ে পড়ছে কালি
পেন্সিলে রাবারে রাখিও আমার স্মৃতি
জীবনের ক্যানভাস জুড়ে মৃত্যু।