তুমি আসলে না
‎হৃদয়ের গহীনে যে বাসনার সুর ওঠে
‎তা আর উতলা হয় না,
‎কষ্ট বলি বা একাকিত্ব  
‎সব একান্ত নিজের।
‎তুমি আসো!  
‎আমি এখন তোমার
‎আঁখির ছলছল চাহনির অপেক্ষায়।