নির্ভরতার বাগান থেকে
যেখানে গোলাপ ফোটার কথা
সেখানে এখন ফুলই ফোটে না।
বাতাসের তোড়ে কান পেতে থাকি
যদি সে মনে মনে বলে ভালোবাসি।
তবুও পৃথিবীর এক কোণ থেকে
ঝড়ের বেগে তোমার কাছেই ছুটে আসি।