তাপ বেড়েছে, মাপ বেড়েছে
আগুন লাগে গাঁয়,
ফুটছে বালু ব্রহ্মতালু
ফোস্কা পড়ে পায়।
পানি ফোটে, বাণী ফোটে
তাল পাকানো রোদ,
এই গরমের কারণ টা কি
একটু করি বোধ।
উঠছে দালান, শহর পালান
এসি কেনার ধুম,
তবু কেন কারেন্ট গেলে
আসে না আর ঘুম।
শহর-নগর সব খানে তাই
সবুজ করি গাও,
গাছ লাগানো বেশ জরুরি
বাঁচতে যদি চাও।