রাস্তার ওই পাগলিটাও আজ
ধর্ষিত হয় রাত্রে,
ধর্ষিত হয় ছোট্ট শিশু
একই থালার পাত্রে ।
আপন পরের বাট খারাতে
কেউ নয় আজ মুক্ত,
পশু ছাড়া মানুষ নয়
ধর্ষণে যে যুক্ত।
পেপার খুলে নিত্য দিনে
খবর আসে ধর্ষণের,
স্বাধীনতার এত পরেও
আছে কি আর অর্জনের ?
মেয়ে দেখলে হয় যাদের
বড় বড় চোখ।
ধর্ষণের বিচার তবে
মৃত্যুদণ্ড হোক।