বৈশাখ এলে আউলা বাতাস
হুট করে ভর করে।
বৈশাখ এলে মধ্যে রাতে
আচমকায় ঘর নরে।

বৈশাখ এলে টিনের চালে
রিমঝিমিয়ে বৃষ্টি ।
বৈশাখ এলে পাখির ডানায়
আনন্দ হয় সৃষ্টি।

বৈশাখ এলে বাবুই শালিকের
মন হয়ে যায় ভার।
বৈশাখ এলে খাঁ খাঁ রোদে
কোথায় খোঁজে আহার।