কত পথ অচেনা আজও
‎কত সুর হারিয়েছি সুরে,
‎কত না বলা ব্যথার বাহন
‎গোপনে রেখেছি দূরে।

‎তাহার লাগি নিশিতে জাগি
‎কত প্রহর গুনি,
‎তবুও আজও গভীর নিশিতে
‎তাহার কণ্ঠ শুনি।

‎ভেঙ্গে ফেল সব আড়ি,
‎আজ আছি
‎কাল নাওতো থাকতে পারি।