একুশ মানে আমার ভাইয়ের
‎রক্ত মাখা দিন।
‎একুশ মানে আমার মায়ের
‎ছেলে হারার বীন।

‎একুশ মানে মায়ের ভাষায়
‎গান কবিতা ছড়া,
‎একুশ মানে মায়ের ভাষায়
‎অ ক খ পড়া।

‎সারা বছর শুনতে থাকি
‎ডিজে হিন্দি গান,
‎একুশ এলে কেবল শুধু
‎ভাষার প্রতি টান।