চাইনি যে তা নয়,
অল্প করে গল্প করে
সত্যি কি আর হয়?

বাসায় ফেরা ঘর
কাছের মানুষ, দূরের মানুষ
অল্পতে হয় পর।

নোনা জলে নদী
বাকের ফেরা ঢেউ গুলো সব
আসতো ফিরে যদি।

১০১ টা ফুল
সব ফুলে তো শুকিয়ে গেছে
শুধু একটা ভুল।

চিকন ডাঙার বিল
গগন গাঁয়ে সন্ধ্যা হলে
কত যে হয় মিল।

এক আকাশ তারা
কালো কেশে হরিণ চোখে
আমার সর্বহারা।