হজের জন্য মক্কার দিকে যখন যাই
মনের মাঝে শান্তি খুঁজে পাই,
আল্লাহর ঘরে নিবে যা আমায়
ভুলে যাবো সব যখন যাবো কাবায়।
মক্কা মদিনার পবিত্র স্থান
দেখে মন ভরে, হয় পরিপূর্ণ প্রাণ,
কাবার চত্বরে করে তাওয়াফ
আল্লাহর কাছে চাইবো সকল গুনাহ মাফ।
সাফা-মারওয়ার সেই পাহাড়ি পথ,
ইব্রাহীম ও হাজেরা রেখে গেছেন যত।
তাদের স্মৃতিতে নতুন জীবন পাই,
ঈমানের পথে আরও দৃঢ়তা বাড়ায়।
জমজমের পানিতে করে তৃষ্ণা নিবারণ
মনের ভেতরে আসে আলোর উদ্ভাসন,
প্রার্থনার কালে মোনাজাতে করি
আল্লাহর পথে চলার আশা জাগি।
মিনার প্রান্তরে শয়তানের প্রতি
পাথর নিক্ষেপ করি আছে যত গতি,
আমার জীবন হবে পাপমুক্ত ধারা
হজের শেষে আসুক নতুন প্রভাতের সাড়া।