আকাশে মেঘ জমেছে ঘন
ঝমঝম বৃষ্টি নামছে নীরব,
মাটিতে শীতল জলের ছোঁয়া
ধানক্ষেতে শুভ লক্ষণের দেখা।

পাতায় পাতায় শব্দ হচ্ছে
ঝিরিঝিরি ধ্বনি মনকে ছুঁয়ে যাচ্ছে,
পাখিরা গান গায় দিয়ে সুর
বৃষ্টির সাথে তাল মিলিয়ে গাইছে মধুর।

নদীতে জল বেড়েছে দ্রুত
ছোট নৌকা ভেসে যাচ্ছে দূর,
পৃথিবী হয়ে ওঠে ধন্য ধরণী
যখন বৃষ্টির ফোঁটা মাটিতে ঝরে।

শিশুরা খেলে রাস্তায়
বৃষ্টির জলে ভেজা তাদের গায়,
হাসি-খুশি মুখ তাদের
বৃষ্টির আনন্দ সকলের।

বৃষ্টি থেমে গেলে রোদ উঠবে
আকাশে রঙিন রংধনু দেখা যাবে,
ধানক্ষেত হবে সবুজ
ফসল ফলবে প্রচুর।