শেষ সময় গুলো তোমার সাথে আমার
ভুলা যাচ্ছে না এই শেষ সময়েও।
শত অপমানের আঘাতে ভেঙ্গে ছিলে স্বপ্নগুলো আমার
আমি দেখেছি কালো মেঘে ঘেরা মুখটা তোমার,
করেছো অন্যায় আর নির্মম অবিচার।
আমি কেদেছিলাম চেয়ে,
তোমার আর একটু সময়ের আবদার
বিনিময়ে আমায় আঁকড়ে ধরেছিলো তোমার বিষাক্ত নিশ্বাস
রক্তাক্ত অগ্নিচক্ষু,
যেন শ্বাপদের ছোবলে করেছে স্তব্ধ সব কিছু আমার।
ঘোলাটে অন্ধকারে নিরবে নিভৃতে
বুকের পাজরে করেছি আমি শুধু চাপা হাহাকার।
দেখনি তুমি দেখনি,,,,,
শোননি তুমি শোননি,,,,,
কেদেছি আমি যে একা,,,,,
বাস্তবতার আঘাতে এখনও আমি আছি বেচে,
যেন কৃত্রিম মানুষ হয়ে।
অপমানের শত চিহ্ন, স্বপ্নে দেখি আমি এখনো
কিন্তু বাচতে চাই আজ এক অন্য মানুষের রূপে;
কিন্তু বাচতে চাই আজ তোমায় ভুলে থেকে
না বলা কথা গুলো না বলাই রয়ে যে যায়......!!