আমি কেমন একমাত্র আমিই তা জানি।
তবে আমি শুধু আমার দলেই থাকতে চাই।
কষ্টেরা আমার অনেক আপন,,,,,,
তাই তোমাদের দলে আমায় নিও না কখন।
ভীষণ কষ্ট পাবে তবে,,,,,,,,,
পৃথিবীর এই অনেক অচেনার ভীড়ে
আমার মত কষ্টের পরিহাস আজ এলোমেলো।
দ্বারে দ্বারে অনেকটা কাল ঘুরে,
আমি আজ বড় ক্লান্ত।
নিরবতা আর কালো অন্ধকার আজ আমার সঙ্গি।
মিছে মায়ায় কতটা স্বপ্ন দেখেছে এই দু'চোখ
রঙিন ঘুড়ি উড়িয়েছিলাম সুতো ছাড়া,
তাইতো নাটাইটা আজ আমার হাতে নেই।
বিবর্ণ আর রক্তাক্ত আমার এই হৃদয়
কুড়ে কুড়ে খাচ্ছে কষ্ট পোকা।
স্বাদ আর গন্ধ হীন আমার এই মন
তিক্ততায় ভরে গেছে এতোটুকু নেই যে বাকি।
তাই আমি থাকতেই চাই আমার দলেই
দয়া করে আমাকে তোমরা আমাতেই ছেড়ে দাও
তোমাদের দলে নিও না দোহাই লাগে!!