সেই দিন আর আসবে না ......
যে প্রহর গুলো কেটেছে উন্মুক্ত বাতাসে
আর তোমার হাতের মৃদু গন্ধের পরশ মাখানো।
আকাশের জোছনারা এখন একা জেগে থাকে,
তাই তারাগুলো ভেসে ভেসে মেঘের মাঝে লুকিয়ে গেছে
রক্তিম সূর্যটা আজ কেন জানি ফিকে লাগে
গোলাপের পাপড়িরাও ঝরে গেছে অবেলায়।
কখনো চিৎকার করে বলা হয়নি আমার আকুলতা
তাই কি বোঝনি মনের ব্যাকুলতা?
আজ রাতে আমি একাকী জেগে দূরের পথটা একা হেটে যাই।
প্রেম দিল শুধু একাকীত্ব,
পড়ে রইল মিথ্যে আশা।
হেঁটে যাই তবু অনন্ত পথঘাট…
মহাকালের প্রান্তে এসে আজও আমি একা