ভালোবেসে তোমার সঙ্গে
নীল-আকাশে বিহঙ্গের মতো উড়তে
দীঘির জলে সন্তরণ আর
মেটোপথ ধরে কুলফি খেতে খেতে
যেতে চায়েছিলাম গভীর অরণ্যে...
কোথাও ছিল যেন অভাব নিশ্চয়তার
আগামীকাল যদি বলো ; অশ্লীল
কিংবা হৃদয়ের আবরণ ছিঁড়ে
ফাঁসিয়ে দাও দুঃস্বপ্নের উর্ণাজালে।
ভালোবেসে তোমার সঙ্গে
সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায়
যেতে চাই ;যেখানে পদ্মফুলের মাথায়
সাপ আর ভ্রমর খেলা করে
১০৮টা নীল পদ্ম ভালোবাসার জন্য
এনেছিল খুঁজে, দুরন্ত ষাঁড়ের
চোখে বেধেঁছিল লাল কাপড় সেখানে।
কোথাও ছিল যেন অভাব নিশ্চয়তার
আগামীকাল যদি; তোমার দেওয়া
দুঃখের নখরাখতে বিদীর্ণ করো
কিংবা এসিডে দগ্ধ করো মুখাবয়ব।
ভালোবেসে তোমার সঙ্গে
ইচ্ছে-জলে ডুব দিয়ে
ভেবেছি ঘর বাধঁবো মনে
সযতনে বক্ষে মাথা দিয়ে
স্বপ্নের রাজ্য করবো বুনন;
সমুদ্রের ঢেউ,পাখির গান,সূর্যদোয়,
বানরের লাফালাফি
আর থাকবে বাঘের গর্জন
অতঃপর
ইচ্ছে ঢেউয়ে ভেসে যাবো দু'জনে।
কোথাও ছিল যেন অভাব নিশ্চয়তার
আগামীকাল যদি দেখি বিক্রি করেছ
নিষিদ্ধ পল্লীতে কিংবা রুধির দেহখানি
ফেলে রেখেছ গভীর অরণ্যে।
ভালোবেসে তোমার জন্যে
লিখতে চেয়েছিলাম একটি কবিতা
লেখি আমি সেটা তুমি চাওনি
যদি হয় পর্দা ফাঁস।
তবুও
ভালোবাসি তোমাকে।