রাগ-অনুরাগ আর অভিমানে আছিস তো তুই
এই হৃদয়ের মাঝে
কখনো ছড়াস সুবাস কখনো করিস
দগদগে ক্ষত ভালোবাসার অন্তর
মাছ ভালোবাসে জলের গভীরতাকে আর আমি
ভালোবাসি তোর মনের গভীরতাকে।
প্রেমে আর খুনসুটিতে ছিলাম মেতে তোর সাথে
ঝরে পড়ছে এখন অভিমানগুলো ভেজা চোখে
তবু ভালোবাসি তোকে।
আকাশের বুকে মেঘে করে আনাগোনা
দেখেছিস কি কখনো সব মেঘ জল হয়ে গলে!
কিছু কিছু মেঘ শুধু করে ঢঙ
অভিনয়ে থাকে শুধুই জলের রঙ।
ভালোবাসি ভালোবাসি বললেই কেউ
হয় না তো সেটা ভালোবাসা
তাই মনের ভেতর মন রেখে বুঝে নিস
কাকে বলে ভালোবাসা।
বাহারি রঙের ফুল ছড়াবে সুবাস
তবে আসল সুবাস আছে কোন ফুলে
ভালো করে দেখেশুনে খুঁজে নিস।
তোর মন যার কথা বলে হৃদয়ের তানপুরাটাকে
বাঁধিস মিষ্টিমধুর সুরে তার সাথে
ভোরের আজান আর পাখির কলধ্বনির সাথে
শিশিরে ভেজা সবুজ ঘাসে
হেঁটে যাস সারাজীবন শুধু তার হাত ধরে
এটাই আমার ভালোবাসা এতেই আমার সুখ
ভালোবাসি তোকে।
ভালোবেসে এনেছিলি তুই তোর হৃদ-আঙিনায়
তারপর কত দেখেছি কত কি
শিখেছি অনেক চলতে চলতে তোর হাত ধরে
ভুলিনি ভুলব না থাকবে স্মৃতি যন্ত্রণা
শুধুই একটু থাকি মাঝে মাঝে চোখের আড়ালে
তবে নয়তো কখনো মনের আড়ালে।
তোকে বন্ধু ভেবে দিয়েছিলাম মনের পাতা খুলে
করেছি কত-না দুঃখ-কষ্ট ভাগ তোর মাঝে
আবার হাসিতে লুটিয়ে পড়েছি দু'জন দুদিকে।
তাই তো এখনো ভালোবাসি তোকে।