ছুটছে পাগলা হাতি নেই অনুধাবনের দায়
দুমড়েমুচড়ে নিচ্ছে অশ্বখ সমেত কচিকাঁচা
খেলছে প্যাঁচানো সুতোয় ভিন্ন ভিন্ন খেলা।
হার জিতে দুঃসাহসী সময়টা
বিভোর এখন যুদ্ধ যুদ্ধ খেলা।
পাক-হানাদার চরিত্রেই আবির্ভূত প্রতিপক্ষ
দৃষ্টির অগোচরেই হানে আঘাত শরীরে
আকাশে মেঘের আড়ম্বর তুমুল দুর্দিন।
লোনাজলে ভাসছে পৃথিবী
শোক শোক শোরগোল।
হঠাৎ করেই শোক-সমারোহ আমার হৃৎপিণ্ডে
ক্লান্ত চোখগুলো লুকিয়েছে দেওয়ালের পিছে
মন-পুড়ানো ধোঁয়ার গন্ধ আজ সমীরণে ভাসে
সমীকরণের হিসেবটা যেন
হয়ে গেল বড্ড গোলমেলে।
২৫-০৪-২০২০,
ধানসিঁড়ি, ঠাকুরগাঁও।