তবুও ভালোবাসি
-- হাবিবা বেগম

চাঁদের কোমল আলো আবছায়ায়
বিষধর সর্পকেও হরিণাক্ষ মনে হয়
উন্মাদের মতো তার চোখে খুঁজি
                         হারিয়ে যাওয়া প্রেমের ভাষা

সূর্যের নীরবতায় অভিমানী চাঁদ
রাগের বাটিতে ক্ষয়িত প্রায়
তবু হুলুস্থুল
কানকথাতেই সাগর থেকে ইউরেনাস নেপচুন
ছাড়েনি কাউকেই
                        সাগরের জল টেপামাছ
তবু ভালোবেসে খুঁজি তার কামরাঙা ঠোঁট।

অন্যের উপরে থাকে কতটুকুই বা অধিকার
কর্যের আলো কত সেকেন্ড কত মিনিট কিংবা
কত ঘন্টাই বা বিলাবে অন্যের সুখে!
                             তাই শুধু তোমাকেই ভালোবাসি
গনগনে তপ্ত সূর্যের অহংকারে পুড়ে যায়
                                       আমার সবুজ অন্তর।

তোমার বিকিরণেই ঘাস হয়ে যায় কচি বক্ষের বসন
আর পরশে হয়ে যাই মানুষ থেকে উত্তাল সিন্ধুর ঢেউ    
নাইবা থাকল তোমার নিজস্ব কিছু
সূর্য যখন প্রদীপ তুমি তখন প্রতিফলক হয়ে
                                      অসম্ভব রূপবতী হয়ে উঠো
তোমার রূপেই নুইয়ে পড়ে বনরাজি
তোমার ভালোবাসায় বনদেবীও হয় রূপশ্রী
একান্ত নাই-বা হলে
সময়ের ব্যবধানে হয়ত কিছু সময় থাকি আঁধারে
অপেক্ষা আমার ক্লান্ত হয় শুধুই তোমার প্রেমের জন্য
                                    তোমাকে তবুও ভালোবাসি।

২০-০২ -২০২০, রাত ২ টা
ধানসিঁড়ি, ঠাকুরগাঁও