প্যালেস্টাইনরা চাল ফোটানোর জন্য
                 জ্বালায় না আগুন উনুনে
উপবাসী উদরে ইসরাইল
       জ্বালিয়ে রেখেছে হোমকুণ্ড
দাহের দগ্ধ হাওয়ায় মানবতা ধুপছায়া
উর্ধ্বপান থেকে নিম্নপানে কালো ঘোড়া
নির্বাক ও নিশ্চলভাবে তাকিয়ে দেখে
রক্ত নয়,ভাসছে তরমুজের
                          ফালি কাটা রঙ
ইজরাইল নিজ হস্তে লিখছে প্রতিদিন
এক্সপায়ার ডেট ফিলিস্তিনির ললাটে।

রক্তের কাফনে মোড়া
                   ইজরায়েলের সিনাগণ
বাতাসের দৃষ্টিসীমানায় ঝলমল
আকাশের আয়নায়।

প্যালেস্টাইনের রক্তে ভেজা ধুলিকণা
পারেনি ছুঁতে ইজরাইলের সিনাগণ
                       কিংবা দখলকৃত সীমানা
করেনি শোনার বাসানাও নিস্পাপ  শিশুর কান্না
রক্ত নদী হয়ে ভিজিয়ে দেয় নিজের মৃত দেহ।

মায়াবি মুখের অজস্র অশ্রুপাতের আহাজারি
আর বিচারের কালো পট্টি বাড়িয়ে দিয়েছে
                তাদের বর্বরতার পাশবিক শক্তি
সময় বা কাল নয় পাকা আমের টসটসে রস
অবিরল বুড়-বুড়ি কাটে তাদের মস্তিষ্কে।


--------

Palestinians don't ignite fire in the oven to boil rice

On their empty stomach Israel ignites sacrificial fire
Humanity shines in the scorched air of burning
Black horse from top to bottom.
It looked silently and motionlessly
Not blood, floating watermelon
sliced ​​color.
Israel writes in its own hand every day
Expiry date on the forehead of the Palestinian.

Wrapped in a shroud of blood
Sinai of Israel
Glitters in the sight of the wind
In the mirror of the sky.

Wet dust in the blood of Palestine
The Sinhalese of Israel could not be touched
Or occupied borders
Didn't want to hear the cry of an innocent child
Blood becomes a river and soaks its dead body.

Screams of innumerable tears on the face of the magician
And the black bar of justice has increased
The brutal power of their barbarism
Juice of ripe mango toasts time Infinite
And endless old age cuts into their brains.

২১-০৫-২০২১