কত কাল ধরে খুঁজেছি তোমাকে পৃথিবীর মাঝে
জঙ্গল তরাই দীঘলী পুখুরী মরা পাথরাজে
ঘুরেছি অনেক আঁধার আলোয় জোনাকির রাতে
আষাঢ়ের ধূসর মিশে গেছে যেন জীবনের সাথে
নক্ষত্রের নীচে দেখেছি যে তাকে আমি একদিন
বুকের ভেতর রিমঝিম বৃষ্টি ঝরেছে সেদিন
এঁকে রাখি চোখের দৃষ্টিতে মধুর সৃষ্টিতে
মনে পড়ে কেঁদেছিল মন অপূর্ণ অতীতে
সবুজ ফসলে ভরে গেছে আজ বুকের জমিন
সুখের খেয়ায় এলায়িত সুখ যেন রাতদিন
ফসলের ক্ষেতে প্রকৃতি যখন তার রুঢ় ডানা মেলে ধরে
জীবনের সব আশা জীবনের সাথে পরিহাস করে
সেদিনের পর আসেনি কখনও বৃষ্টি-ঝড়
শুকিয়ে গিয়েছে হৃদ-মহলের সব ঘর
ধূসর যখন হৃদয়ের ভূমি দেখি আমি তখন হলুদ নদী
নক্ষত্রখচিত সোনালি ডানায় খুঁজি তাকে নিশিচাঁদে থাকে যদি।