কাঙ্খিত আকাঙ্ক্ষা ছোটে পূরণের দ্বারে
দুঃখের কানন আছে ছেয়ে প্রাণ পারে
আকাঙ্খার ঝোপে পড়ে স্বজনের চোখ
সহানুভূতি দেখায় ছলনার শোক
সুকৌশলে চোষে মধু ঠেলে ব্যর্থ পথে।

দেখায় রঙিন স্বপ্ন সনদের ঝুলি
উড়ায় দপ্তর ঘুরে সড়কের ধূলি
আনমনে অশ্রুঅখি স্বপ্নজাল বুনে
চুক্তির লেনাদেনায় প্রতিদান গুণে
তরতাজা স্বপ্ন কাঁদে শোষণের পথে।

অনাহারী মৌমাছিরা হয় দিকভ্রান্ত
কালস্রোতে ভেসে হয় মনস্তাপে শ্রান্ত
কাম-গ্লাসে রুদ্ধ করে পিয়াসি মাতাল
আঁকছে ভাগ্যের লিখন ঊর্ণ-নাভ জাল
লোনাজল শুষ্ক হয় বেদনার পথে।

বিশুদ্ধ কবিতা আজ দেয় হামাগুড়ি
শব্দের বিপক্ষে কালি করে ছি ছি থুড়ি
অশ্লীলতা নেয় কেড়ে  বাহাবার তালি
পাচ্ছে মুকুট কু-শব্দ আর চোরাবালি
ভালোবাসার সু-শব্দ লজ্জাকর পথে।

আকাঙ্খারা অপেক্ষায় সুদিনের আশে
ধরবে প্রভাতের হাত অন্ধকার নাশে
গেয়ে যাবে কোকিলেরা ভরসার গান
সিন্ধুজল ধুয়ে দিবে  অনীতির জান
আস্থা-নীতি হাত ধরে চলবে একই পথে।