সুখ খুঁজেফিরি আমি,,,,
কখনো কুয়াশা ভেদ করে নিশাজলের অতলে
কখনো নদী ও সাগরের দুর্ভেদ্য মিলনস্থলে
কখনো বা অন্তরের ভিত খননে রক্ত ঝরিয়ে
কখনো বা নীলদিগন্তের ওই সীমানা পেরিয়ে
অস্তমিত সূর্যের মাঝেও বারবার খুঁজি সুখ
শব্দতরঙ্গের আঘাতেই হাহাকার করে বুক।
কি জানি কে যে রেখেছে,,,,
মুষ্টিবদ্ধ তালুতে সুখকে বেসাতি করে
অভিমানী ভালোবাসা আজ কুহেলিকা হয়ে ঝরে।
হৃদয়ের ছন্দবদ্ধ সুখ লুকিয়েছে মেঘাড়ালে
মিলে না প্রণয় টাকা কিংবা খালি হাতটা বাড়ালে
ইতিহাসও রূপ বদলায় রক্ত- মূল্য মাত্রা-ছন্দে
তেমনি পাল্টায় কিছু প্রেম আইড় মাছের গন্ধে।
কুয়াশার ভোরকে দেখে,,,,,
হয় না ব্যাকুল এই মন এখন ততটা আর
আঁধারে ঢাকা আকাশটাকে ভালোবাসি বারংবার
পাখির কিচিরমিচির ডাকে উদ্বেল হয় না মন
ফাংগাল সংক্রমণে আক্রান্ত হয়েছে হৃদ-কানন
টুপটাপ শিশিরে ভিজেছে বাংলার পথের ঘাস
আনমনে হাঁটি সেই পথে আর ফেলি দীর্ঘশ্বাস।