দেখিনি কখনো হিমালয়
ইচ্ছে জাগে দেখি একবার
তবে হয়নি সামর্থ্য এখনো দেখে আসার
তুমিই ব্যাক্তিত্ব ও সাহসে
হিমালয় সমতুল্য
বলেছে ফিদেল কাস্ত্রো আর তোমাকে দেখেই
হিমালয় দেখবার
অভিজ্ঞতা করে লাভ।
তাই আমি যাবো না কখনো
অযথা দেখতে হিমালয়
যদি কখনো তোমার পুনর্জন্ম হয় দেখি
সেদিন না হয় দেখে নিবো
মুজিব নামক হিমালয়
কিংবা বুকের ভেতর আঁকব তোমার ছবি ।
ঠাকুরগাঁও, বাংলাদেশ।