এগিয়ে গিয়েছি আমি এগিয়ে গিয়েছে
ছাপান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশ
হাঁটতে হাঁটতে কিংবা ভ্যানের ঝাঁকিতে
ক্ষুধার্ত পেটের ব্যথাটা যায় না আর বেড়ে
আগের মতো তোমাকে দেখা করতে গিয়ে।
তোমার নেতিয়ে পড়া শরীর মনকে চাঙা করতে পারি
চৈত্রের রোদের মতো কিংবা কিশোরী প্রেমের মতো
ঝড় তুলতে পারি গরম কফির কাপে যে কোনো সময়
এইটুকু সময়ের ব্যবধানে অতি সহজেই
কারণ ভালোবাসার অর্ঘ্য এখন হাতের কাছে।
এখন হারিকেনের মিটমিট আলোয় হয় না আর
তোমার দু'চোখে চোখ রেখে প্রণয়ের গল্প পড়তে
নিঝুম রাতের আঁধারেও চোখে চোখ রেখে দেখি
আলোর ফোয়ারা সবুজ জমিন নিসর্গ প্রেমের
চুয়ে পড়া তোমার উর্বশী ঠোঁটের অমৃত হাসি।
সত্যি বলছি কষ্ট হয় না আর তোমার অপেক্ষায়
ঘন্টার পর ঘন্টা সময় রাত জাগতে একটুও
চমৎকারভাবে পেরিয়ে যায় টিভি এবং অনলাইনে
তোমার সাথে আমার নেই ভালোবাসার স্বল্পতা
নেই মন খারাপের দিনগুলো কিংবা কোনো দ্বিত্যতাও।
ষোলো কোটি মানুষে আছে কিছু গাধার মুখোশ
তারা ভোগে কিছুটা দ্বিত্যতা আর কিছুটা সংঘাতে
তাদের নির্বোধ মস্তিষ্কের অশৌচ স্পৃহাকে কর্পূর মাখিয়ে
দাফন করলেই সব ভুলে তারা এগিয়ে আসবে নিশ্চিত সুবর্ণজয়ন্তী কিংবা হীরকজয়ন্তী পালনের বাসনায়।
এগিয়ে গিয়েছি আমি এগিয়ে গিয়েছে
ছাপান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশ।।