সকাল গড়িয়ে সন্ধা সন্ধা গড়িয়ে সকাল
রণ দৌড়ের ঘোড়ার মতো
ছুটছে ঘোড়াটা যৌবনকে ছাপিয়ে বৃদ্ধ বয়স
ছুটছি আমি যৌবনের মতো
সাগরে ভেতরে
ডুবে যাওয়া সূর্যকে পৃথিবীতে আটকে রাখার জন্য।
কথার ভাণ্ডরে কথা বেশি অক্সিজেনের কমতি
ফুরিয়ে যাবার ভয়ে যুবক হয়েছি আমি
গাছেরাও দিশেহারা বন্যার জলেই
বিভীষিকায় পথের বাঁকে ঘুরতে ঘুরেতে
কখন জানি সূর্যটা সাগরে ঢুকে গেল।
অন্ধকারে ছায়াদের ভিড় দাঁড়িয়ে রয়েছে
আমার অতৃপ্ত আত্মা না-কি আমি?