করি গর্বে তোমাকে লালন
হৃদয়ের মাঝে তুমি বঙ্গবন্ধু
বাংলা মায়ের আঁচলে বাঁধা
স্বপ্নের মাঝে শুধুই তুমি।
বাংলাদেশের ভুখণ্ডে
বুনেছ তুমি স্বাধীনতার বীজ
গরীব দুখী কাঙাল
সকল চোখ বন্ধকি আজও
তোমাকেই দেওয়া অঙ্গিকারে।
তোমার নীতি স্মরণ করে
আজও মুজুর চাষি জেলে
স্বর্গে মর্তে তোমাকেই খোঁজে
শ্রমের ধূলো শরীরে মেখে।
বাংলার করকমলে আজও
জলে ভাসা পদ্ম তুমি
তোমার বিচরণ সবুজ ধানের ক্ষেতে
কখনো আবার দুরন্ত কিশোরীদের
এলোচুলের স্বাধীনতায়
কখনো বা দেখি দামাল ছেলের
নির্ভীক কণ্ঠে তুলো আওয়াজ
আছ তুমি বঙ্গবন্ধু পৃথিবীর মাঝে
আর এই বাংলার হৃদয়ে ।
অদম্য উন্মাদনায় আজও
এ বাংলার মনুষ্যত্ব
চেয়ে থাকে শুধুই তোমার পানে।