মৃত্যুর স্বাদ পেয়েছি একবার আমি
গাবফলের রঙের মতো লেগেছিল দাগ দেহে
ধুতুরার বিষাক্ত আস্বাদ করেছিল ভিড় মনে
তবুও মরার সাধ জাগে বারবার
সবুজ মাঠ চৈত্রের রোদে পুড়ে পুড়ে হচ্ছে খাক
কেঁচোর মতো চালিয়ে হাল ছিঁড়ে হৃদয়ের শিরা
রক্ত ধোয় প্রতিদিন আমার এ-মন
আকাশধোয়া নীলাভ জল জমছে যেন চোখের কটোরে
পৃথিবীকে ভালোবেসে তবু বেঁচে আছি
এখনও ছেলেকে ভালোবেসে বুঝি আমি বেঁচে আছি
রক্তাক্ত শরীরে বেঁচে আছি মেয়ে ভালোবেসে বুঝি
ছেলে মেয়ে মানুষের জন্য মৃত্যুর নিইনি স্বাদ আর ।