পড়ন্ত বিকেলেই পেয়েছি ঝড়ের আভাস
নিগুঢ় নিস্তব্ধতায় ভরা সমস্ত আকাশ।
গোধূলির লালিমা মুছেছে কখন কে জানি
অন্ধকারেই ছেয়ে রয়েছে সবুজ বনানি।
তখনও আকাশের অন্তরে উঠেনি নক্ষত্রমালা
শলাকার আগুনেই বাড়ছে  দু'ওষ্ঠের জ্বালা।
ধেয়ে এসেছে ঝড়ো বাতাস বাড়ছে মাদকতা
গ্লানির অনলে পুড়ে যায় জগৎ দেবতা।
টুপটাপ বৃষ্টির নূপুর  তুলেছে তুফান
হরিণী হারিয়ে ফেলে বুঝি সমুদ্বয় মান।
বেনোজল ভাসিয়ে নিয়েছে চাঁদের বসন
আদিমতায় মিটিয়ে নেয় মনের রসন।

অঝোর বর্ষণেই স্খলিত কুসুমকানন
নুয়ে পড়ে ক্লান্ত দেহলতা যখন তখন।