একটু একটু কুয়াশা পড়ছে ঝরে
ভেজা অস্তিত্ব লুটিয়ে পড়ে বুনোঘাস ফুলে
লজ্জার বসন লজ্জাহীন
উলঙ্গ মন স্খলিত হয়ে পড়ে।
কীর্তন ছেড়ে বোষ্টমও ঘরের স্বপ্ন দেখে
নিন্দার জাল বিচ্ছিন্ন করে
প্রেমালাপে কাটায় সময় বাহারি কথনে
মাইক্রোফোনে জমছে বিন্দু বিন্দু ঘাম।
দর্শক ধর্ষক কিংবা মহারাজ
উঠছে হয়ে অপরপ্রান্তে মনের রসিক
লজ্জাহীন ঠোঁট লজ্জানত হয়ে ওষ্ঠ চুমে
পরকীয়া প্রেমের পুলকে।
জমাটবদ্ধ-বরফ রঙিন জীবন অলীক কল্পনা
গলে যায় ভেসে যায় যৌবনের যুমনায়
অপরপ্রান্তে দাঁতকেলিয়ে হাসে প্রণয়ী প্রেমিক
মানবতাকে পণ্য করে ছলিত মানসে।
২৪-১০-২০২০