অন্তর কাঁদে প্রিয় তোমার ভালোবাসায়
দাও না খুলে আরশের দ্বার আছি আশায়
জখম করছে ধরার কান্তি তামাম চিত্ত
ও প্রাণেশ্বর রাখো হাতটা আমার তৃষায়।

বাংলাদেশ