বাতাসের ভীতিকর শব্দ ও রাতের কাতর কান্নায়
ছিল না মেঘ তবু আকাশ ভেঙে পড়ে পৃথিবীর বুকে
তথাপি ভিজেছে চোখ।
রাতের শরীরে পাহারা বসিয়ে নিদ্রাহীন চোখ দু'টো
খুঁজে কাকে কে-বা জানে!
অশরীরী দেখে আঁতকে উঠে রাত ভাবে কার মুখ
কালের করাল ছায়া করেছিল তাড়া খোয়ারে আবদ্ধ
তাই প্রেমের পিয়াস।
ক্লান্ত চোখে খুঁজছে তবু অন্ধকারে গোলাপের ঠোঁট
চতুর্দিকে দুষিত বাতাস ইচ্ছেগুলো পরাধীন আজ
উঠছে ডাগর গাছ লকলকে কতক্ষণ থাকে থেমে
বিধান ভেঙে ফুলের বুকে মৌমাছিরা বসে মধু শুষে
নির্মল ভালোবাসা।
সময়ের বয়স গড়িয়ে যায় বাতাসের শাসনেই আজ
অশখ বট গাছটাতেও ছিল ক্ষুধা আর প্রেমের পিয়াস
উৎকট শাসন ভেঙে ছড়িয়ে পড়েছে পাখিদের কলরব
জন্মেছি যখন মরতে হবেই তখন মুক্তি খোদার কাছেই
তবে প্রশ্ন এভাবেই বা কেন?
সামাজিক বেড়াজালে চোখ দু'টো মুছে বুকের শূন্যতা
এলোমেলো সব শ্মসানের নিঃশব্দ নয়নে অশ্রু ঝরে
তবুও বেরিয়ে পড়ে....
দুঃস্বপ্নের ইচ্ছেগুলো ভীরু পায়ে চঞ্চল হৃদয়ে
চোখ নয় তৃষার্ত বুক ভেজাত।