নাগরিক ব্যস্ততায় পিচঢালা পথ ধরে
হাঁটতে হাঁটতে গিয়েছি কখন পথ হয়ে
পারিনি বুঝতে।
এখন আমার উপর দিয়েই হেঁটে চলে
পৃথিবীর লোভাতুর ফেরেববাজ মানুষ
বিদির্ণ হয় আমার বুকের পাঁজর;
তথাপি আবার আমাকেই খুঁচিয়ে খুঁচিয়ে
হাড্ডিসার করে ফেলে
চাকচিক্য করে তুলবার বাহানায়।
কখনো সবুজ ঘাস হয়ে উঠতে পারিনি আমি
দূর থেকে শুধু দেখি..
সবুজ প্রান্তর আঁকাবাঁকা মেঠোপথ ধরে
জোনাকির মিটিমিটি আলোতেই
যুগলে যুগলে ফিসফিস করছে আলাপ
চুমে ঠোঁটে ঠোঁট।
তাই প্রবল ইচ্ছে সবুজ ঘাস হয়ে যাই আমি
এ বক্ষোমাঝেও ক্ষুধিত যৌবন কেঁদে মরে।
০৫-০৯-২০২০
বাংলাদেশ