বিপন্ন প্রেম পিয়াসি প্রমত্ত হৃদয়
বারংবার গড়ে তোলে
বালিয়াড়িতেই ঘর
হিংসাত্মক সমুদ্রের ঢেউ কখনোই
বোঝেনি প্রেমিক মন
বোঝেনি প্রত্যাশা সময়ের
ভাসিয়েই নেয় বোনা স্বপ্ন
একটু একটু করে
এবং মনের আখোলা কুঠির ।
গোধূলির রক্তিম আভার পরে
শোনা যায় ঝিঁঝি পোকার ঝংকৃত ডাক
আকুলিবিকুলি মন
ঠোঁটে জ্বালায় অগ্নি চুম্বন।
প্রাতঃকালেই আবার দেখা যায়
হারিয়ে যেতে ঝিঁঝি পোকার ডাক।
থাকত যদি হিংসাত্মক ঢেউগুলো
সমুদ্রের বুকে বিনাশিত হয়ে
কিংবা হারিয়েই যেত
ঝিঁঝি পোকার ডাকের মতো
তবে অগ্নি চুম্বন জ্বলত না আর ঠোঁটে।